
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মাইকিং, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের সমবেত চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে পরস্পরবিরোধী অবস্থানের কারণে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে অনুরোধ, এই সময়ে সরকারি নির্দেশনা মেনে চলুন।”