জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ২৭টি বাস আটক

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:১২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:১২:১১ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানী পরিবহনের এক বাস হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিবহনটির ২৭টি বাস আটক করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। সহপাঠীদের অভিযোগ, বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের পাকিজা এলাকা থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ওঠার সময় হেলপার তাকে নামতে বলেন। হালিমা বিশ্ববিদ্যালয়ে নামার কথা জানালে হেলপার ক্ষুব্ধ হয়ে চলন্ত বাস থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে।
 
প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 
ভুক্তভোগী হালিমা খাতুন জানান,
“সন্ধ্যায় টিউশনি শেষে পাকিজা থেকে বাসে উঠতে গেলে হেলপার আমাকে উঠতে দেয়নি। পরে জোর করে উঠতে চাইলে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমি মারাত্মক আহত হই।”
 
ঘটনার বিষয়ে আটক বাসের চালক মো. জুয়েল বলেন,
“আমাদের এক হেলপার নাকি একজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ২৭টি বাস আটকে রেখেছেন। শুনেছি মালিকপক্ষ আগামীকাল দুপুরে আসবেন।”
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন,
“এটি অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় ঘটনা। বাস মালিকদের সঙ্গে কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বৈঠক হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]