আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন ‘জুলাই যোদ্ধারা’

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:০৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:২২:৪৯ পূর্বাহ্ন
আগামী মাস থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২৩ জুন) সচিবালয়ে বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
 
তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের’ তিন ক্যাটাগরিতে ভাগ করে মাসিক ভাতা, এককালীন অনুদান, আজীবন চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ৪৯৩ জন পাবেন মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির ৯০৮ জন পাবেন ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ১০ হাজার ৬৪২ জন পাবেন ১০ হাজার টাকা করে ভাতা। গেজেটে প্রকাশিত ৮৩৪ জন ‘জুলাই শহীদের’ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন।
 
তিনি জানান, আহত যোদ্ধাদের পরিচয়পত্র, চিকিৎসা, পুনর্বাসন, প্রশিক্ষণ ও বিদেশে চিকিৎসাসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে গুরুতর আহত ৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তও নিয়েছে সরকার।
 
আহত ও শহীদদের তালিকায় কোনো ভুল হলে তা তদন্তসাপেক্ষে সংশোধন করা হবে এবং ওয়ারিশ জটিলতায় আটকে থাকা পরিবারগুলোকে দ্রুত সমাধানের মাধ্যমে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]