বান্দরবানের দুর্গম পাহাড়ে বম পার্টির গোপন ঘাঁটিতে সেনা অভিযান, উদ্ধার অস্ত্রসামগ্রী ও সরঞ্জাম

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন বম পার্টির (তথাকথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দীর্ঘ প্রস্তুতির পর সেনারা এ অভিযান চালায় এবং সংগঠনটির একটি প্রশিক্ষণকেন্দ্র চিহ্নিত করে ব্যাপক তল্লাশি পরিচালনা করে।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত পুরো এক মাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময়ে সেনারা সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় অবস্থিত কেএনএর প্রশিক্ষণ ঘাঁটি দখল করে এবং সেখান থেকে কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ বেল্ট, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। এছাড়া অভিযানকালে ঘাঁটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং অন্যান্য স্থাপনাও নিয়ন্ত্রণে নেয় সেনারা।
 

আইএসপিআর আরও জানায়, দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতেও এ ধরনের সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]