পাবনার ঈশ্বরদীতে অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৪:২২ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ মিলন প্রামানিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাহাপুর ইউনিয়নের রহিমপুর মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তার হওয়া মিলন প্রামানিক ওই এলাকার বাসিন্দা মোজাহার প্রামানিকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশিতে মিলনের শরীর থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]