
গুম প্রতিরোধে সরকার দ্রুত সময়ের মধ্যে আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর গুলশানে এক হোটেলে অনুষ্ঠিত কমনওয়েলথ চার্টার ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমাতে সরকার দ্রুত আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এছাড়া, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ছিল গুম, হত্যা, অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ।
আইন উপদেষ্টা আরও জানান, ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে।