পাকিস্তানে সহিংস হামলায় নিহত ২২, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা সংকট তীব্র

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪২:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪২:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশ শেষে পার্কিং এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে ১১ জন প্রাণ হারান এবং কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মানুষ সমাবেশ থেকে বের হওয়ার সময় এ হামলা চালানো হয়।

এদিকে বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় জঙ্গিদের হামলায় ৯ সেনা নিহত হওয়ার খবর দিয়েছে এএফপি। সেনা সূত্র জানায়, হামলার পরপরই চলমান অভিযানে গত চার দিনে ৫০ জনের বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের বক্তব্যে হামলাকারীদের ‘খাওয়ারিজ’ বলা হয়, যা সাধারণত পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।

২০২২ সালে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা বেড়েছে। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়, আর টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়ায় হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্য নিরাপত্তা বাহিনী, পুলিশ ও বেসামরিক মানুষ। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে, ভারত ও আফগানিস্তান জঙ্গিদের মদদ দিচ্ছে। তবে নয়াদিল্লি ও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মে মাসে সীমান্তে একাধিক দিন ধরে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ৭০ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করান। এ ধরনের সংঘাত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]