আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:৩৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:৩৮:৩৮ পূর্বাহ্ন
আফগানিস্তানে ভয়াবহতার রেশ না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার বিকেল ৪টা ৫৯ মিনিটে রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের প্রভাব পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, তাদের হিসাব অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এর আগে রবিবার আঘাত হানা ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩ হাজার ১২৪ জন। কুনার প্রদেশে ধ্বংস হয়েছে পাঁচ হাজার ৪০০টির বেশি বাড়ি, যার মধ্যে গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত।

স্থানীয় বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে হারিয়েছেন। তার ভাষ্য, “এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়েছে, তবুও কোনো সাহায্য পৌঁছায়নি।”

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, ভূমিকম্পে আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ৩৯ হাজার বর্গকিলোমিটার গম চাষ ক্ষতিগ্রস্ত হয়ে ৩ লাখ ৪৯ হাজার টন ফসল হুমকির মুখে। পশুপালন খাতেও ক্ষতি হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে রয়েছে ১.৩৮ মিলিয়ন গবাদি পশু।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ৮ কিলোমিটার।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]