বাংলাদেশকে জলবায়ু অভিযোজনে বড় সহায়তার আশ্বাস দিল ইইউ

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:৩৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:৩৭:৪৯ অপরাহ্ন

বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাজধানীতে আয়োজিত দিনব্যাপী ‘বায়োফিলিয়া’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, জলবায়ু অভিযোজনে বাংলাদেশকে সহায়তায় ইইউ প্রস্তুত রয়েছে। একই অনুষ্ঠানে সরকারের তিন উপদেষ্টা জলবায়ু, সংস্কৃতি ও উন্নয়নকে কেন্দ্র করে ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।
 

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি সহায়তার ওপর নির্ভর না করে দেশের নিজস্ব সক্ষমতাকে কাজে লাগাতে হবে। সমাপনী পর্বে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে দেশে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
 

অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিল সুইডিশ দূতাবাস, যেখানে স্থানীয় সংস্কৃতি ও জনগণের অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]