ঢাকার সিদ্ধেশ্বরীতে মসজিদে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৬:৪২ অপরাহ্ন

রাজধানী ঢাকার মৌচাক মার্কেটের পাশে সিদ্ধেশ্বরী স্কুলসংলগ্ন একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিইটি অফিসার রোজিনা খানম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় ২৪ মিনিটের চেষ্টায় রাত ৭টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

এর আগে মহাখালীতে একটি পেট্রল পাম্পেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]