আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মরদেহ এখনো চাপা, উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:১৭:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:১৭:২০ পূর্বাহ্ন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক মরদেহ চাপা পড়ে আছে। দুর্গম এলাকা ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

তালেবানের সামরিক বাহিনী উদ্ধারকাজে অংশ নিচ্ছে, তবে অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে ৪০টিরও বেশি বিমানযোগে হতাহতদের কাবুলে আনা হয়েছে। স্থানীয় সময় রোববার পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে ৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৮১২ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা তিন হাজার ছাড়ায়। ভূমিকম্পের ধাক্কা পাকিস্তানেও অনুভূত হয়েছে।

ঘটনার আগে টানা দুই দিন ধরে ভারি বৃষ্টিপাতে অঞ্চলগুলো দুর্বল হয়ে পড়েছিল। অধিকাংশ ঘরবাড়ি কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কাবুলেও কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন টের পাওয়া যায়। এমনকি ৪০০ কিলোমিটার দূরের ইসলামাবাদেও ঝাঁকুনি অনুভূত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]