সুদানে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু, গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৫:০১ পূর্বাহ্ন

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট পাহাড় ধসে পড়ে ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। প্রাণে বেঁচে আছেন মাত্র একজন। সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
 

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দারফুর অঞ্চলের এই দুর্গম এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের লাশ উদ্ধারে সহায়তা চেয়েছে। ভূমিধসে পুরো গ্রামটি মাটিচাপা পড়েছে বলে জানানো হয়।
 

প্রসঙ্গত, সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বে দীর্ঘ দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ দারফুরের পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেন। তবে সেই অঞ্চলে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা পাওয়া অত্যন্ত কঠিন। এবার প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়ে আরও বড় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হলো।
 

জাতিসংঘের হিসেবে, গৃহযুদ্ধ শুরুর পর থেকে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এবার ভূমিধস সেই সংকটকে আরও গভীর করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]