মোদি-শি-পুতিন বৈঠকের পর ভারতকে নিয়ে কড়া সমালোচনা ট্রাম্পের

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:০০:১০ অপরাহ্ন

এসসিও শীর্ষ সম্মেলনের আড়ালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে মিলিত হয়ে বৈশ্বিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। আর সেই বৈঠকের অল্প কিছু ঘণ্টা পরই ভারতকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের পক্ষে অবস্থান নেন।
 

ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে অভিযোগ করেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য একতরফা। তার দাবি, ভারত বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করলেও যুক্তরাষ্ট্র থেকে তারা খুব কমই পণ্য আমদানি করে। এ ধরনের সম্পর্ককে তিনি ‘অন্যায্য’ আখ্যা দেন।
 

ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ভারত এখনও তার বেশিরভাগ তেল এবং সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কিনে থাকে, যুক্তরাষ্ট্র থেকে নয়। যদিও সম্প্রতি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে দেশটি, তবে ট্রাম্পের মতে, এটি বহু বছর আগেই করা উচিত ছিল।
 

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন মোদি-শি-পুতিন বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি থেকে শুরু করে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠক নতুন ভূ-রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত বহন করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]