চীনে পুতিনের গাড়িতে ৪৫ মিনিট একান্ত আলাপে মোদি-পুতিন

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:৫০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:৫০:৫৮ অপরাহ্ন

চীনের তিয়াংজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অপ্রচলিত এক বৈঠকের দৃশ্য দেখা গেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে মোদিকে নিজের লিমোজিনে আমন্ত্রণ জানান পুতিন। প্রায় ১০ মিনিট অপেক্ষার পর মোদি গাড়িতে ওঠেন, আর সেখানে দুই নেতা প্রায় ৪৫ মিনিট ধরে একান্ত আলাপ করেন।
 

সূত্র জানায়, গাড়ির ভেতরে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমনকি বৈঠকস্থলে পৌঁছানোর পরও কিছু সময় তারা গাড়ির ভেতরেই সময় কাটান। পরে রিটজ-কার্লটন হোটেলে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
 

গাড়িতে আলাপের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি সম্ভবত দুই নেতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় আলোচনার একটি ছিল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুর উদ্দেশে যাত্রা করেছি। তার সঙ্গে আলাপচারিতা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।”
 

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে চীনে মোদি-পুতিনের ঘনিষ্ঠ আলোচনার এই দৃশ্য ওয়াশিংটনের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

 

 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]