নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪৪:৩৭ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনোদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম (৪)।
 

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। কিছুক্ষণ পর গ্রামবাসীরা পুকুরে ভাসতে থাকা এক শিশুর দেহ দেখতে পান। পরে পানিতে নেমে দুই শিশুকেই উদ্ধার করা হলেও তাদের আর বাঁচানো যায়নি।
 

ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে আহাজারি, যা গ্রামজুড়ে এক ভারী পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ দু’টি নিষ্পাপ প্রাণের মৃত্যুতে কেউই বিশ্বাস করতে পারছেন না।
 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]