পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজন গ্রেফতার

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন

ভোররাতে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
 

সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় ঘটনাস্থল থেকে নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯) নামে চারজনকে আটক করা হয়।
 

অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি এবং বোমা তৈরির উপকরণ হিসেবে একটি স্প্লিন্টার বক্স। এছাড়া তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র ও দুটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, সেনাবাহিনী অভিযানে আটক চারজনকে তাদের কাছে হস্তান্তর করেছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]