তিয়ানজিনে এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র সৌহার্দ্যপূর্ণ আলাপ

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:১৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:১৩:৫৮ পূর্বাহ্ন

চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে কয়েকজন নেতাকে হালকা মেজাজে আলাপ করতে দেখা যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গেছে। তিন নেতার হাস্যোজ্জ্বল মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করা ছবিতে লেখেন, “পুতিনের সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।” অন্য এক পোস্টে তিনি উল্লেখ করেন, “তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।”

সম্মেলনের ভেন্যু থেকে পাওয়া ভিডিও ও ছবিতে তিন নেতাকে করমর্দন ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা যায়। এ দৃশ্য অনেকের কাছে ২০১৮ সালের ব্রিকস সম্মেলনের অনুরূপ ছবির কথা স্মরণ করিয়ে দিয়েছে।

এর আগে রোববার মোদি ও শি’র মধ্যে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে মোদি বলেন, আস্থা, পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তার সরকারের। গত বছর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত বৈঠকের ফলপ্রসূ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ফলে শান্তি ও স্থিতিশীলতা তৈরি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও রাশিয়ার জ্বালানি রপ্তানি নিয়ে চাপের মধ্যে থাকলেও, আজকের সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]