ভিসা জালিয়াতদের আজীবন মার্কিন প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা দূতাবাসের

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন

ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছে। যারা ভিসা জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত, তারা ভবিষ্যতে কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

দূতাবাস আরও জানায়, কোনো দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তবে সেই দেশ জাতি হিসেবে টিকে থাকতে পারে না। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ভিসা জালিয়াতির মাধ্যমে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো বা আশ্রয় দেওয়ার সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]