আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০+, আহত শতাধিক

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৪৯:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৪৯:৩২ পূর্বাহ্ন

আফগানিস্তানে রবিবার গভীর রাতে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ৫০০ জন। তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আরও অন্তত তিন দফা আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।

তালেবান সরকারের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তবে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশ থেকেও সহায়তা পাঠানো হচ্ছে। মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় সড়কগুলো অচল হয়ে পড়ায় আপাতত আকাশপথই উদ্ধারকাজের একমাত্র ভরসা। তালেবান কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারসহ জরুরি সহায়তা চেয়েছে, যাতে দুর্গম পাহাড়ি অঞ্চলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]