রাজধানীর সাত মোড়ে চালু হলো নতুন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন

যানজট নিরসন ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে নতুন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
 

রোববার এক বিজ্ঞপ্তিতে ডিটিসিএ জানায়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট মোড়ে এই সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ উদ্যোগ যৌথভাবে তদারকি করছে ডিটিসিএ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 

প্রকল্পের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, শনিবার থেকে কার্যকর হওয়া এই সিগন্যাল ব্যবস্থা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে রাজধানীর আরও ২২টি মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালুর উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]