আঞ্চলিক শান্তি ও প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতা বাড়ানোর আহ্বান

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:২১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:২১:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট। তার মতে, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে না, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতেও সহায়ক হবে।
 

রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে: বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ আহ্বান জানান। তিনি প্রচলিত খাতের বাইরে অংশীদারিত্ব বৈচিত্র্যময় করার ওপর গুরুত্ব দিয়ে সরকার ও বেসরকারি খাতকে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
 

অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সূচনা বক্তব্যে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে সামুদ্রিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-ফিলিপাইন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
 

সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। আলোচনার উন্মুক্ত পর্বে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও গবেষকরা বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা পেশ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]