অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠকে বসছেন। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই আলোচনাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, বৈঠকের সূচি অনুযায়ী বিকাল সাড়ে চারটায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে সাতটায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে। শুরুতে বিএনপির বৈঠক বিকাল তিনটায় হওয়ার কথা ছিল, তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে সময় পরিবর্তন করে পরে নির্ধারণ করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিবর্তনের অনুরোধ জানান।
বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রক্রিয়া এবং সাম্প্রতিক সহিংসতা নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এ ঘটনায় সেনা ও পুলিশের হস্তক্ষেপের সময় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার পর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে শনিবার অন্তর্বর্তী সরকারের বৈঠকে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে তারা বৈঠকে অংশ নেবেন। আর জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তাদের দলকেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আলোচনায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
এই ধারাবাহিক আলোচনাগুলোকে রাজনৈতিক সংকট সমাধান ও নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।