তিয়ানজিনে এসসিও সম্মেলন শুরু, পুতিন-মোদির উপস্থিতি

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৪০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৪০:১৯ অপরাহ্ন
চীনের তিয়ানজিন শহরে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। এতে অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ইউরেশিয়ার ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আয়োজিত এই সম্মেলন চলবে সোমবার পর্যন্ত।
 
উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলনের মূল আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
 
এদিকে, সম্মেলন শেষে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হবে বিশাল সামরিক কুচকাওয়াজ, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মনোযোগ কাড়ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]