৪ ঘণ্টা অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪৩:০৩ অপরাহ্ন

চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেন। পরে আটকে থাকা হাওর এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। জেলা প্রশাসক মুফিদুল আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেন। শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি যৌক্তিক এবং তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
 

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত দাবিতে ময়মনসিংহের জব্বারের মোড়ে হাওর এক্সপ্রেস আটকান শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়লেও কিছুক্ষণের মধ্যে মহুয়া কমিউটার ট্রেন অবরোধ করা হয়। ফলে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।
 

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— কৃষিবিদদের জন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও দপ্তরে ১০ম গ্রেড উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল করা এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ছাড়া অন্য কারও নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা।
 

রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে যাওয়ায় বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]