ডিআইজি মোজাম্মেল ও স্ত্রীর বিরুদ্ধে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেল দুদক

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪০:৪৮ অপরাহ্ন

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে কমিশন তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছে।
 

রোববার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতের আদেশে মোজাম্মেল, তার স্ত্রী ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।
 

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭তম বিসিএস থেকে উত্তীর্ণ হয়ে গাজী মো. মোজাম্মেল হক ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন এবং বর্তমানে অ্যান্টিটেররিজম ইউনিটে কর্মরত আছেন। দীর্ঘ কর্মজীবনে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ১৫ কোটি ৮০ লাখ টাকার সামান্য বেশি। তবে তার নামে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ তিনি ১১ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ মিলেছে।
 

অন্যদিকে, ফারজানা মোজাম্মেলের নামে মোট সম্পদ পাওয়া গেছে ৮ কোটি ৩১ লাখ টাকার বেশি। এর মধ্যে বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে প্রায় ৫ কোটি ৪৬ লাখ টাকা। ফলে তার নামেও ২ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
 

সংস্থাটি জানিয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বৈধ আয়ের উৎস ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]