মিসরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত শতাধিক

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:২৭:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:২৭:২১ পূর্বাহ্ন

মিসরের রাজধানী কায়রোর পথে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মারসা মাতরুহ নামের ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় দুটি বগি উল্টে যায়। ঘটনাস্থল সাহারা মরুভূমির পাশেই অবস্থিত ফোকা ও জলাল স্টেশনের মধ্যবর্তী রেলপথ। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ জানা যায়নি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]