
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রবিবার (৩১ আগস্ট) একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে আসছেন, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তিনি একাধিকবার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শনিবার সরকারের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতেও এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার কোনো উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার নিশ্চিত করতে চায়, জনগণের ইচ্ছাই সর্বশেষে প্রতিফলিত হবে এবং কোনো প্রকার অশুভ শক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।