কাকরাইলে নুরের ওপর হামলার পর উত্তপ্ত রাজনীতি, আসিফ আকবরের ফেসবুক পোস্টে উত্তপ্ত আলোচনা

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৬:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:০৭:৩১ পূর্বাহ্ন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং জ্ঞান ফিরে পেয়েছেন। ঘটনাটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

এ হামলার নিন্দা শুধু রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ থাকেনি; সংস্কৃতি অঙ্গন থেকেও প্রতিবাদ এসেছে। সংগীতশিল্পী আসিফ আকবর শনিবার (৩০ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে দেশের রাজনীতির চর্চা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।” যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকে ধারণা করছেন তার ইঙ্গিত সরকারপক্ষের আইন উপদেষ্টার দিকেই ছিল।
 

নুরের ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, সেই বিতর্কের প্রতিক্রিয়াতেই আসিফ আকবর এমন মন্তব্য করেছেন। তার স্ট্যাটাস প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়—প্রায় এক লাখের বেশি রিয়েক্ট এবং ছয় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।
 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার সময় নুরুল হক নুরের মুখ ও বুক রক্তে ভেসে যায়। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বিরোধপূর্ণ অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]