
স্কুল ও মাদরাসা শিক্ষকদের মধ্যে বৈষম্য নিরসনসহ ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ। শনিবার (৩০ আগস্ট) ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী। তিনি বলেন, অবসরে যাওয়া শিক্ষকদের প্রাপ্য পাওনা ৩ থেকে ৬ মাসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে মাদরাসা শিক্ষক পরিষদের ১৭ দফা দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন শিক্ষকরা। তিনি আরও জানান, মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন মোল্লা, সেক্রেটারি জেনারেল মুফতি ফারুক আহমাদ, যুগ্ম-সম্পাদক ড. সাইফুল ইসলাম রফিক এবং উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও মুফতি আব্দুল হান্নান।
উদ্বোধনী বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল। অনুষ্ঠান পরিচালনা করেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। এতে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারাও বক্তব্য দেন।