গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের জন্য আকাশসীমা ও বন্দর বন্ধ করল তুরস্ক

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৮:২৪ অপরাহ্ন

গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। একইসঙ্গে ইসরায়েলের উদ্দেশে তুর্কি বন্দর ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সংসদের এক বিশেষ অধিবেশনে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
 

তিনি বলেন, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে স্পষ্ট। মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নিরীহ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এর জবাবে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ফিদান আরও জানান, তুরস্কের কোনো জাহাজ ইসরায়েলি বন্দরে যাবে না এবং তুর্কি আকাশসীমায় ইসরায়েলি বিমান প্রবেশ করতে পারবে না।
 

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছিল। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানায় আঙ্কারা। ২০২৩ সালে দুই দেশের মধ্যে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল।
 

তুরস্কের এই নতুন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ওপর আরও কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]