হামলায় আহত নুরুল হক নুরের জ্ঞান ফিরতে শুরু করেছে

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:২৯:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩২:২৫ পূর্বাহ্ন

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে হুঁশ ফিরছে। সঙ্গে দুটি ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যায়, নাক ব্যান্ডেজ করা এবং মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে জানান, চিকিৎসকদের মতে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, এ কারণে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরসহ আরও কয়েকজন নেতাকর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর নুরের নাক ফেটে গিয়ে মুখ ও বুক রক্তাক্ত হয়ে যায়। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]