ইসরাইলি জাহাজ ও বিমানের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল তুরস্ক

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন

গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটির আকাশসীমা ইসরাইলি বিমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তুর্কি বন্দরে কোনো ইসরাইলি জাহাজ ঢুকতে পারবে না বলে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গত দুই বছর ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করে এ অপরাধ সংঘটিত করছে। তিনি জানান, আঙ্কারা এখন ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছে।

এর আগে ২০২৩ সালের মে মাসে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবিতে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। সে সময় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বারবার গাজায় ইসরাইলি হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক-ইসরাইল সম্পর্ক ক্রমেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার জানান, সিরিয়ায় ইসরাইলের সামরিক পদক্ষেপও আঙ্কারার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তুর্কি কূটনীতিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]