নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (৩০ আগস্ট) দুপুরে দেশের সব জেলায় একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, শনিবার দুপুর ১২টা থেকে দেশের ৬৪ জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেবেন। পাশাপাশি বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে, যেখানে হামলার বিচার দাবিও তোলা হবে।
 

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
 

আহত নুরুল হক নুরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি এবং অন্যান্য আহত নেতাকর্মীরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]