সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৭:৪৬ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। শুক্রবার দুপুরে পুলিশ আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
 
শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
 
গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল আমিন, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।
 
এর আগে বৃহস্পতিবার ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম "মঞ্চ ৭১" আয়োজিত এক অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতের দিকে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
 
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ আগস্ট আয়োজিত বৈঠকে লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদের উসকানি দেন। তার বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিতরা সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে। অভিযোগ অনুযায়ী, আসামিরা সংগঠিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]