জাপা সংঘর্ষে আহত রাশেদ খানসহ আটজন ঢামেকে চিকিৎসাধীন

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:০২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:০২:৫৩ অপরাহ্ন
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সাত নেতাকর্মী এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহতদের মধ্যে রয়েছেন– রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), আবু বক্কর (৩০), তারেক আজাদ (২৫) এবং পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২)। হাসপাতালের জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহযোগীরাও তাদের শান্তিপূর্ণ মিছিলে আকস্মিকভাবে হামলা চালায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কাকরাইল থেকে মোট আটজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা এবং বাকি সবাই গণ অধিকার পরিষদের কর্মী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]