জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১০:৫৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৩:১৫ অপরাহ্ন
রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
 
ঘটনার সময় গণ অধিকার পরিষদের নেতারা দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমবেত হন। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনী এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে নেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয়। কিন্তু তারা সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।
 
এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে গণ অধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলেন, কিন্তু জাতীয় পার্টির কর্মীরাই ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষ উসকে দেয়।
 
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সন্ধ্যার পর উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]