ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল আলোচনায় উপস্থিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৪ জনকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আটক করে এবং পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়; তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে শুক্রবার আদালতে তোলার সিদ্ধান্ত জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ.
ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক পটভূমি থাকলেও, অনুষ্ঠান চলাকালে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কিছু ব্যক্তি উপস্থিত, যারা প্রথমে অতি উত্তেজিত অবস্থায় আয়োজন অবরুদ্ধ ও গোলযোগ সৃষ্টি করেন. এর ফলে লতিফ সিদ্দিকীর ওপর তারা চড়াও হন, তখন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উপস্থিত বক্তাসহ সবাইকে হেফাজতে নেয়া হয়. আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাও রয়েছেন. গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার প্রস্তুতি নেওয়ার মূল কারণ হিসেবে সংশ্লিষ্টদের মোবাইল ফোনে ‘নাশকতামূলক’ পরিকল্পনার তথ্যপ্রমাণ পাওয়া গেছে — এটি ‘রাজনৈতিক পরিচয় নয়, সংশ্লিষ্টতার প্রমাণ’ হিসেবে গণ্য করা হবে.