মশা নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ নিতে দুই সিটি করপোরেশনকে হাইকোর্টের নির্দেশ

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:৩৭:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:৩৭:১৫ পূর্বাহ্ন
ঢাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দুই সিটি করপোরেশনকে আগামী দুই মাসের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
সোমবার (২৩ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে—এমন পরিস্থিতি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
 
এছাড়া মশাবাহিত রোগে আক্রান্ত ঢাকার সব এলাকায় অবিলম্বে মশা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
 
রিট দায়েরকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর নিজেই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
 
স্থানীয় সরকার সচিব, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]