
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের বক্তব্যে মৌলবাদের বিষয়ে কোনো পার্থক্য নেই। তিনি দাবি করেন, জয় ‘টুপিওয়ালা দাড়িওয়ালাদের’ দেখলে ক্ষিপ্ত হন, আর তারেক রহমানও একই সুরে কথা বলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী যুবক আন্দোলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিয়া আইন বিশ্বাস করেন না, তবে তিনি স্পষ্টবাদী ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার প্রতি সম্মান রয়েছে। তবে ফখরুলের বক্তব্য তার দলের মধ্যে কতটা প্রতিফলিত হয়, সেটাই প্রশ্ন।
তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতা প্রকাশ্যে বলেন—কেউ ভিন্ন প্রতীকে ভোট দিলে তাকে বহিষ্কার করা হবে। তার ভাষায়, “এগুলো গণতন্ত্র নয়, বরং একনায়কতন্ত্রের প্রকাশ।” একই সঙ্গে তিনি অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭৩ সালের নির্বাচন হোক কিংবা ১৯৯৬ সালের পর বিএনপির আমলের নির্বাচন—উভয় সময়েই প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
আলোচনা সভায় জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আলমাদানী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।