
পিরোজপুর ও ঝালকাঠি জেলার সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানে এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি। অথচ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ৮৫ শতাংশ সংযোগ এখনো স্থাপন হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজধানীর কারওয়ান বাজারভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাকসেস টেলিকম এ কাজের দায়িত্ব পায়।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পিরোজপুরের ১ হাজার ৫৯২টি এবং ঝালকাঠির ৯৭২টি প্রতিষ্ঠানে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা ছিল। প্রতিটি প্রতিষ্ঠানে ব্যয় ধরা হয় প্রায় ৩৫ হাজার টাকা।
তবে মাঠপর্যায়ে দেখা গেছে, হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রাউটার পৌঁছালেও কার্যকর সংযোগ দেওয়া হয়নি। ভাণ্ডারিয়া উপজেলায় সরকারি-বেসরকারি মোট ২৪৪ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৯টিতে সাময়িক সংযোগ দেওয়া হয়েছিল, যা কয়েকদিনের মধ্যেই অচল হয়ে পড়ে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে শুধু রাউটার বসিয়েই কাজ শেষ বলে দাবি করেছে ঠিকাদার।
এদিকে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুন। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছে আইসিটি অধিদপ্তর। এত অল্প সময়ে শতভাগ কাজ শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।
অ্যাকসেস টেলিকমের সিনিয়র ম্যানেজার রায়হান রশিদ দাবি করেন, ভাণ্ডারিয়ায় ২৪৪ প্রতিষ্ঠানের মধ্যে ১১১টিতে ইতোমধ্যে সংযোগ দেওয়া হয়েছে এবং স্থানীয় আইএসপিগুলোর সহযোগিতায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে। তবে স্থানীয় আইএসপি প্রতিনিধিরা জানান, তারা এ প্রকল্পের কোনো কাজের সঙ্গে জড়িত নন। উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তাও এ বিষয়ে বিস্তারিত জানেন না।
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব তানজিলা ইসলাম বলেন, অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তা ফাইল পর্যালোচনা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও কাজের মান নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।