
পোল্যান্ডে সামরিক মহড়ার সময় যুক্তরাষ্ট্র নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, আকাশে উড়তে থাকা ফাইটার জেটটি হঠাৎ দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। তবে এ ঘটনায় কোনো সাধারণ নাগরিক বা পথচারী আহত হননি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
পোল্যান্ড ২০০৩ সালে ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ মডেলের যুদ্ধবিমান সংগ্রহ করে। সামরিক মহড়া ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এ বিমানগুলো ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে।