ডিএমপির এআই-ছবি দাবি ঘিরে বিতর্ক, ফ্যাক্ট-চেকারে ভিন্ন তথ্য

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:২৫:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:২৫:০৪ পূর্বাহ্ন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছবিটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করে প্রচার করা হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি ছড়ানো যায়। ডিএমপি দাবি করে, ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায় এটি বাস্তব নয় এবং কৃত্রিমভাবে তৈরি। পাশাপাশি একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানায় সংস্থাটি এবং জনগণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানায়।
 
তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার মেটা ডাটা বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে, ছবিটি এআই দ্বারা তৈরি নয়, বরং আসল ছবি। এ কারণে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি আসল নাকি এআই-নির্ভর—তা নিয়ে ভিন্নমুখী দাবি সামনে এসেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]