বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, এদিন পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮৭ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩১ দশমিক ১৮ বিলিয়ন ডলারের সমান।
 

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৬ হাজার ১৯১ দশমিক ২৪ মিলিয়ন ডলার। এর আগে, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৭২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।
 

গত ২ জুলাই সর্বশেষ ৩১ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভের তথ্য প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেদিন গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। তবে একই মাসে ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) মে ও জুন মাসের ২ দশমিক ০১ বিলিয়ন ডলার পরিশোধের কারণে রিজার্ভ নেমে আসে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলারে। তখন আইএমএফের হিসাব অনুযায়ী তা দাঁড়িয়েছিল ২৪ হাজার ৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।
 

এরপর কয়েক দফা ওঠানামার পর আগস্টের শেষে আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল। বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার প্রকৃত স্থিতি পরিমাপের জন্য আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিই মূল মানদণ্ড হিসেবে বিবেচিত হয়, যেখানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়েই নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]