রংপুর মেডিকেলের আইসিইউতে টিটেনাস শনাক্ত, সেবা বন্ধ ঘোষণা

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:২৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:২৮:১৬ পূর্বাহ্ন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকা এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ার পর আইসিইউ সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
সোমবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রামের চিলমারী থেকে আসা শ্বাসকষ্টে ভোগা রোগী মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর তাকে আইসিইউ থেকে সরিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয়।
 
আইসিইউ-এর চিকিৎসক ডা. আব্দুল্লাহ হেল বারী জানান, রোগীর শরীরে সংক্রামক ব্যাধি শনাক্ত হওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেয়া হয় এবং সংক্রমণ এড়াতে অন্য রোগীদেরও অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। সন্ধ্যা ৮টা ১৫ মিনিট পর্যন্ত তিনজন রোগী ছাড়া বাকিদের স্থানান্তর সম্পন্ন হয়েছে।
 
আইসিইউ পুরোপুরি জীবাণুমুক্ত করতে তিন থেকে চার দিন সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]