তারেক রহমানের বার্তা: লোভ-লালসা থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:১৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:১৪:৩৪ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থেকে শৃঙ্খলা, ঐক্য ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ বার্তা দেশে এসে দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকায় বিমানবন্দরে লালুকে সংবর্ধনা জানায় স্থানীয় নেতাকর্মীরা। তিনি জানান, তারেক রহমান দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে জনগণের স্বার্থে কাজ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থ, লোভ ও লালসার ঊর্ধ্বে উঠে সংগঠনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন তিনি।
 

হেলালুজ্জামান তালুকদার লালু আরও বলেন, বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হলে সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। নেতাকর্মীদের সততা ও ঐক্যের মধ্য দিয়েই দেশের মানুষের আস্থা অর্জন সম্ভব হবে।
 

এদিকে, দীর্ঘ ১২ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]