ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে ইউরোপের তিন দেশ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইথ্রি নামে পরিচিত এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে জানায়, আগস্টের শেষ নাগাদ আলোচনায় কোনো সমাধান না হলে ৩০ দিনের মধ্যেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
 

২০১৫ সালে ইরান এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (JCPOA) অনুযায়ী তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবেও অনুমোদিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে, ইরান চুক্তির একাধিক শর্ত ভঙ্গ করেছে।
 

চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হলো ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া—যার মাধ্যমে শর্ত ভঙ্গ হলে দ্রুত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব। এই ধারার ভিত্তিতেই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে এক যৌথ চিঠি পাঠিয়ে জানিয়েছে, ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য তারা প্রস্তুত।

অন্যদিকে, তেহরান সতর্ক করেছে যে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নতুন করে চাপ সৃষ্টি করলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]