রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:৩০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:৩০:০০ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও উপ-উপাচার্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
 

সাক্ষাৎকালে ড. ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য প্রফেসর নকীব তাকে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সমস্যাবলী সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা এ সময় উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।
 

এ আলোচনায় দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বিশেষভাবে গুরুত্ব পায়। পাশাপাশি দীর্ঘদিন স্থগিত হয়ে থাকা দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]