
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও উল্লেখ করেছেন যে, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতটি তিনি তাঁর এক ফোনকলের মাধ্যমে থামিয়েছিলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, ওই কলের মাধ্যমে তিনি মোদিকে বুঝিয়েছিলেন সংঘাত দ্রুত পারমাণবিক পরিণতিতে পৌঁছানো উচিত নয়। ট্রাম্পের এই মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিরোধ দীর্ঘদিনের ইতিহাস বহন করে, যা শতাব্দীগত শত্রুতার জট হিসেবে পরিচিত। ট্রাম্প জানান, সংঘাত শুরু হতেই তিনি মোদিকে ফোন করে কথা বলেন এবং সেই ফোনকলে মোদিকে সরাসরি প্রশ্ন করেন যে, কি কারণে তাদের সম্পর্ক এমন বিপজ্জনক মাত্রায় উপনীত হয়েছে। ট্রাম্প বলেন, মোদির মধ্যে রাগ ও ঘৃণা প্রকট ছিল, কিন্তু তিনি তৎক্ষণাতই সতর্ক করেছিলেন যে, এই সংঘাতকে পরমাণু যুদ্ধ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি মোদিকে জানান যে, যদি এই সংঘাত অব্যাহত থাকে, তাহলে তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করব না এবং তাদের উপর এমন উচ্চ শুল্ক আরোপ করবেন যা তাদের অর্থনৈতিক প্রবাহকে প্রভাবিত করবে।
এর আগে ট্রাম্পের বিভিন্ন সময়ে ভারত ও পাকিস্তানের বিষয় নিয়ে দেওয়া মন্তব্য জনমনের আলোচনায় এসেছে। তাঁর এই ফোনকল এবং ব্যবসায়িক হুমকির মন্তব্য দুটি দেশের মধ্যে ক্ষমতাসীন নেতাদের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। বর্তমান সময়ে পরমাণু-ক্ষমতা সম্পন্ন দুটি দেশের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে অবিরাম নজরদারি রয়েছে। ট্রাম্পের বক্তব্যগুলো এই প্রেক্ষাপটে অনেকটাই গুরুত্ব বহন করে।