
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব গ্রহণের ১৯ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে থানার দুই উপ-পরিদর্শককেও প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত আদেশে তাদের প্রত্যাহার করা হয়। আদেশে ‘কর্তব্যকর্মে অবহেলা এবং কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য তথা অসদাচরণের’ দায় উল্লেখ করা হয়েছে।
প্রত্যাহারকৃত ওসি ফিরোজ হোসেনকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে, এসআই মোজাম্মেল হোসেনকে জামালপুর জেলা পুলিশ লাইন্সে এবং এসআই মো. জাহাঙ্গীর আলমকে নেত্রকোণা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।