পাকিস্তান ও কাশ্মিরে ভয়াবহ বন্যা: লাখো মানুষ ক্ষতিগ্রস্ত, সতর্কতা জারি

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন

পাকিস্তানে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। বিশেষ করে পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে অতি উচ্চ সতর্কতা। অন্যদিকে ভারত কাশ্মিরের তিনটি প্রধান নদীর সব বাঁধ খুলে দেওয়ায় আরও বড় ধরনের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও সক্রিয়ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় দেড় লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পাঞ্জাব ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরেও চলছে ভয়াবহ দুর্যোগ। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চেনাব ও ঝিলামসহ একাধিক নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]